ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৮, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর উপজেলা আশন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ আয়োজনে প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় ও সরকারি অনুদান (জি. আর) চাল বিতরণ করা হয়েছে।
৮ (অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌরমেয়র লিয়াকত আলী সরকার টুটুল। এছাড়াও আরও বক্তব্য রাখেন, বিরামপুর সার্কেল সিনিয়র এএসপি মিথুন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মুহতারিমা সিফাত, বিরামপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি সহ-সভাপতি শ্রী শীবেষ কুন্ডু, শ্রী দিলীপ কুন্ডু, শ্রী নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শ্রী শান্ত কুন্ডু, ১নং মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় এমপি শিবলী সাদিক মুঠোফোন কলের মাধ্যমে দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রত্যেকটা মন্দিরে পাহারা ব্যবস্থার নির্দেশনা দেন। কোন মন্দিরে কোন প্রকার সমস্যায় এমপি মহোদয়ের সঙ্গে সরাসরি মোবাইলে যোগাযোগ করার জন্য বলেন এবং সবার মঙ্গল কামনা সহ সবাইকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানান।

সভায় দুর্গোৎসবে কোভিড-১৯ পরিস্থিতিতে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ৩ ফিট সামাজিক দুরত্বে স্বাস্থ্যবিধি মেনে এবং ভক্ত, পূজারি, দর্শকদের মুখে মাস্ক লাগিয়ে পূজায় অংশগ্রহন করার বিষয় সহ সীমিত আকারে পূজার আয়োজন করার জন্য অন্যান্য বক্তারা আহবান জানান। প্রস্তুতিমূলক মতবিনিময় সভা শেষে উপজেলার মোট ৩৫ টি মন্ডপের জন্য প্রত্যেকটি মন্ডপের নেতৃবৃন্দের হাতে ৫০০ কেজি করে সরকারি (জি.আর) চালের ডিও পত্র প্রদান করা হয়েছে যাঁর আর্থিক মূল্য ১৭, ২০০ টাকা।

Don`t copy text!