বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনকারী ও ধর্ষকের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জোর দাবি জানান হিন্দু বৌদ্ধ খৃষ্টান ৃোহাজোট বলেন অন্যায়ে নীরব থাকা মানে পরবর্তীতে আরো অন্যায় কর্মকাণ্ড উস্কে দেওয়া প্রতিটি ধর্ষকের ক্রসফায়ার চাই, এই মুহূর্তে ক্রসফায়ার এর বিকল্প নাই!
উল্লেখ্য, সারা দেশে নারীদের উপর চলমান ধর্ষণ, খুন ও নিপীড়নের বিচার দাবিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার ব্যানারে কালো পতাকা মিছিল করা হয়েছে। মিছিলটি রাজধানীর শাহাবাগ জাদুঘর থেকে শুরু করে টিএসসি ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।
দেশে নারীদের উপর চলমান সহিংসতায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
০৭-১০-২০