জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলোচনা সভা অনুস্টিত হয়।
৬অক্টোবর সকাল ১০ টায় “নাগরিক অধিকার করতে সুরক্ষণ”৪৫দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।অনুস্ঠানটি পরিচালনা করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।আরও বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, পৌরসভার প্যানেল মেয়র আবু জাহের ভূঁইয়া,আমিনাবাদ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন।সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা এবং প্রেসক্লাবের সাংবাদিকগন উপস্থিত ছিলেন৷
আলোচনা সভায় বক্তারা বলেন,জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে। পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি সে পায় সেটি হলো জন্ম নিবন্ধন। দেশের অন্যান্য নাগরিকের সাথে সে সমান অধিকারে এক কাতারে সামিল হয় এই জন্ম নিবন্ধনের মাধ্যমে।