ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নরসুন্দা নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ, দখল ও দূষণ রক্ষা কল্পে নদী রক্ষা আহবায়ক কমিটি সোমবার (৫ই অক্টোবর) গঠন করা হয়েছে। নান্দাইলের নরসুন্দা সহ প্রবাহিত সকল নদীর গুলো হাজার বছরের ঐহিত্য বহন করে। নদীতে বর্জ্য ফেলায় নদীর পানি দূষিত হওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।
নান্দাইলে নরসুন্দা নদী সহ সকল নদীতে বর্জ্যমুক্ত ও দখলমুক্ত করে আবারও নদীগুলোর দিয়ে পানি প্রবাহিত হয় সেই ব্যবস্থা গ্রহন করতে হবে। নদী জায়গা দখল করে বাঁধ দিয়ে পুকুর নিমার্ণ, নদীতে কারেন্টের জাল দিয়ে পোনা মাছ নিধন বন্ধ, বাধঁ দিয়ে মুক্ত করা, পৌরসভার বর্জ্য, পয়ঃনিস্কাশন বর্জ্য, কল-কারখানার বর্জ্য ফেলা বন্ধ করা, নদীতে কারেন্ট জাল ফেলা বন্ধ সহ নদীগুলোতে মাছের অভয়ারণ্য তৈরির করার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান। নান্দাইল নদী রক্ষা কমিটিতে বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মোঃ সাইদুর রহমানকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
যুগ্ম আহবায়করা হচ্ছেন এ হান্নান আল আজাদ, এডভোকেট খাইয়ুল ইসলাম, আব্দুল কাদের ভূইঁয়া, জাকির হোসেন ভূইঁয়া, আবু হানিফ সরকার, মোঃ ফরিদ মিয়া, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, আরএন শ্যামা, এইচএম সাইফুল্লাহ, শাহ আলম।
আহবায়ক কমিটির সম্মানিত সদস্যরা হচ্ছেন যথাক্রমে মোঃ এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, রবিউল আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, হাজ্বী রফিকুল ইসলাম খোকন, শামছ ই তাবরিজ রায়হান, শ্রী শংকর চন্দ্র বণিক, মোঃ জহিরুল ইসলাম, মোঃ শামছুজ্জামান বাবুল, মোঃ জালাল উদ্দিন মন্ডল, শাহাব উদ্দিন ফকির, মোঃ মঞ্জুরুল হক, মোঃ রমজান আলী, মোঃ মোস্তুফা কামাল, মোঃ আমিনুল হক, মোঃ রেজাউল করিম হিরা, মোঃ রবিন রহমান, মোঃ কামরুজ্জামান, মোঃ মাসুদ রানা, মোঃ আমিনুল, মজিবুর রহমান ফয়সাল, সার্জেন্ট অব হাফিজ উদ্দিন, ডাঃ মোঃ মঞ্জুরুল হক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহজাহান ফকির, মোঃ মাহাবুব আলম খান, মোঃ রফিকুল ইসলাম মোড়ল, ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, এহতেশামউল হক শাহিন, মোঃ আবুল হাসেম, শাফায়েত আহম্মেদ, শফিকুল ইসলাম শফিক, আবুল খায়ের হিমেল প্রমুখ।