ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় প্রধানমন্ত্রীর ৭৪ তম জম্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এর দিক নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর অনুমতিক্রমে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জম্মদিন উপলক্ষে ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মোঃ কাউছার বিএ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম মাসুম বিল্লাহ ভূঁইয়ার পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বৃক্ষরোপন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইনচার্জ পুলিশ পাড়ি ঘোপাল তদন্ত কেন্দ্র শাহিন মিয়া, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নং পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেনী জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক আরমিনা ফেরদৌস আইরিন, সিনিয়র সহসভাপতি রাসেদ চৌধুরী, মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি মামুন, বেলাল মেম্বার, পাঠাননগর ইউনিয়ন যুবলীগের সভাপতি খুরশিদ আলম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রবিউল হক রবি, রেজাউল কবির চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহামায়া ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন ভূঁইয়া, সদস্য সচিব মাস্টার জাকির হোসেন মজুমদার, সদস্য সৌরভ হোসেন মজুমদার, ইলিয়াস হোসাইন সোহাগ।শুভপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক এমদাদুল হক ভূঁইয়া, ঘোপাল ইউনিয়ন শাখার আহবায়ক মোসলেহ উদ্দিন, রাধানগর ইউনিয়ন শাখার বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা আবদুল কাইয়ুম, উম্মে সালমা প্রমুখ।

উল্লেখ্যঃ ছাগলনাইয়া উপজেলা পরিষদ প্রাঙ্গন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, শুভপুর জয়পুর স্কুল ও স্কুল হোস্টেল প্রাঙ্গণ, মহামায়ার গুচ্ছ গ্রামসহ বিভিন্ন গ্রামের পাড়ায় মহল্লায় বিভিন্ন প্রকার ফলজ ৫০০ টি ও বনজ ৫০০ টি। ১ ট্রাক ভর্তি সর্বমোট ১ হাজার বৃক্ষরোপণ ও বিভিন্ন জনের নিকট বিতরণ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। দিনব্যাপী প্রায় ১ হাজার বৃক্ষরোপণ করেন নেতৃবৃন্দ।

Don`t copy text!