ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ওয়াবদা বাঁধ কেটে দেয়ায় কয়েক হাজার মানুষ যোগাযোগ বিছিন্ন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১, ২০২০ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধারে ধরলা নদীর প্রটেকশন (ওয়াবদা) বাঁধটি
দুর্বৃত্তরা কেটে দেয়ায় কয়েক হাজার লোক এখন যোগাযোগ বিছিন্ন পড়েছে।
এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। উপজেলার পূর্বধনিরাম এলাকার স্লুইস
গেটের একটু পশ্চিমে ছাটকুঠি এলাকায় দুর্বৃত্তরা সোমবার গভীর রাতে ওয়াবদা
বাধঁটি কেটে দেয়। নিমিশেই প্রায় ২’শত হাত ওয়াপদা বাধঁটি ভেঙ্গে গিয়ে
গভীর গর্তে পরিনত হয়। পরের দিন এলাকার লোকজন এসে দেখেন প্রচন্ড বেগে বন্যার
পানি প্রবাহিত হচ্ছে সেখান দিয়ে। কেটে দেয়া ওয়াবদা বাধেঁর মধ্য স্থলে
দঁাড়িয়ে আছে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছাটকুঠি সেতু। পূর্ব ধনিবাম
ও পশ্চিম ধনিবার এখন সম্পূর্ন ভাবে বিছিন্ন। অন্যদিকে ওই এলাকার বাঘ খাওয়ার
চর, পূর্ব ধনিরাম আবাসন প্রকল্প, গেটের বাজার, সাহেব বাজার, ব্যাপারী টারী,
ঘাটিয়ালটারী, ঘোঘারকুঠি, ছাটকুটি ও হাজির বাজারের প্রায় ৩০ হাজার
লোকজন ওয়াবদা বাধঁটি বিচ্ছিন্ন হওয়ায় যোগাযোগ বিছিন্নতায়
পড়েছেন।
উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান জানান, আমরা পানি
উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানিয়েছি। তারা পরবর্তি ব্যবস্থা গ্রহন করবেন।

Don`t copy text!