সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ৪-১৭ অক্টোবর ২০২০ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা’র সভাপতিত্বে ও মেডিকেল অফিসার সালমা রশিদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।
আগামী ৪-১৭ অক্টোবর উপজেলা ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে উপজেলা পর্যায়ক্রমে স্থায়ী টিকা কেন্দ্র ১ টি, অতিরিক্ত ১ টি, অস্থায়ী ১৪৪ টি কেন্দ্র থেকে ৬ মাস থেকে ১১ মাস বয়সি শিশু ৩৫০৪ জন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশু ২৫২৬৮ জনকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর সেবা প্রদান করা হবে এবং প্রতিকেন্দ্রে ২ জন করে সেচ্ছাসেবক কাজ করে যাবে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট প্রসাশন। অনুষ্ঠানে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ক্যাম্পেইন বিষয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে শতভাগ উপস্থিতি নিশ্চিতকল্পে আলোচনা করা হয়। মেডিকেল অফিসার সাফীক মোঃ সাব্বির এর উপস্থাপনা ভিটামিন ”এ” প্লাস ক্যাপসুল শিশুদের খাওয়ানো ব্যাপারে তথ্য মুলক চিত্র প্রদর্শনি তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, জেলা পুষ্টি কর্মকর্তা (ইউনিসেফ) মোঃ শাহ আলম, উপজেলা আনসার ভিডিপি ইন্সট্রাক্টর কামরুন নাহার, মেডিকেল অফিসার শোয়েব ইমতিয়াজ নিলয়, পরিবার পরিকল্পনা অফিসার জহিরুল হক হুদা, স্বাস্থ্য পরিদর্শক মানিক চন্দ্র পাল ও দুলাল চন্দ্র শীল, সিনিয়র স্টাপ নার্স ইয়াসমিন, ইন্টার্নি অজিত চক্রবর্তী, সাংবাদিক মোঃ শেখ কামাল, নজরুল ইসলাম চৌধুরী, এনায়েত উল্যাহ্ সোহেল, সেপাল নাথ সহ অত্র স্বাস্থ্য কমপ্লেক্স’র অন্যন্য কর্মকর্তা, নার্স, শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল উপস্থিত ছিলেন।