রাজশাহী ব্যুরো: রাজশাহীর আড়ানী পৌরসভায় আজ সোমবার সকাল সারে ১০ ঘটিকার সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্কুল শিক্ষক বসু দাস মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হোসেন, সিদ্দিক মোল্লা, সুশীল সমাজের প্রতিনিধি মফিজুর রহমান (জিন্না), হাজী আনোয়ার হোসেন, অমল মাস্টার, বিশিষ্ট গুড় ব্যবসায়ী মোহাম্মদ নওশাদ আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ্যায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে পৌর মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ পাউন্ড ওজনের একটি কেক কাটেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ সোমবার (২৮ সেপ্টেম্বর)। ১৯৪৭ সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হয় তার। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভকারী শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন।