ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৮, ২০২০ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “তথ্য অধিকার সংকটে হাতিয়ার” এ প্রতিপাদ্য এবং “সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে” এমন শ্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় র‍্যালী শেষে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বক্তব্য রাখেন, পৌর মেয়র এম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন চৌধুরী বাদশা, আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন সহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি সরকারী অফিস, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে সর্বস্তরের মানুষ যাতে সকল প্রকার তথ্য সহজভাবে পেতে পারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তরা এমন প্রত্যাশা রাখেন। এছাড়াও ২৮ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন বিধায় উক্ত আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে দিনটিতে শুভেচ্ছা জানান এবং যোগ্য দেশ পরিচালনায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

Don`t copy text!