ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফেইসবুকে সম্পর্ক :প্রেমের টানে মুসলিম মেয়েটি হিন্দু ছেলের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ

প্রেম এক ঐশ্বরিক দান, মানেনা ধর্মের রীতি নীতি. মুনিষিগন আজো প্রেমের সংজ্ঞা দিতে পারেনি। যার ফলে রাজশাহীর বোয়ালিয়া হতে ধনাঢ্য মুসলিম পরিবারের এক মেয়ে পালিয়ে বিয়ে করেছে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের হিন্দু সম্প্রদায়ের এক ছেলেকে। মেয়ের পরিবারের দাবী তাঁর মেয়েকে অপহরণ করেছে। এদিকে বোয়ালিয়া থানায় ও নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে ছেলেমেয়েকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। পরে তাদেরকে বোয়ালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ছেলেটা নির্দোষ বলে দাবী পরিবারে।

ভিডিও চিএ


তথ্য সূত্রে জানা যায়, রাজশাহীর বোয়ালিয়া থানার সাং-ঘোড়ামারা বাজেকাজলা, পিতাঃ মকসেদুল, মাতাঃ সীমা বেগম এর মেয়ে সুমি খাতুন কে ফেসবুকে প্রেমের সূত্র ধরে সোমবার ছেলের বাড়ীতে আসে গোমস্তাপুর সাং- বাজারপাড়ার, পিতাঃ ঝাটু হলদার, মাতাঃ বিজলী রানি হলদারের ছেলে শ্রী সুইট কুমার হলদার।

সুইট এর পরিবারের অভিযোগ আমার ছেলেকে ফেরত চাই আমারা ছেলে নির্দোষ।

এদিকে নিজের ইচ্ছায় বিয়ে করে মেয়েটি।
কিন্তু ছেলেটি হিন্দু হওয়ায় এলাকায় বিভিন্নভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুমি খাতুনকে প্রিয়া ঘোষ নাম বলে বিয়ে হয়েছে জানিয়ে পরিচয় দেয় শ্রী সুইট কুমার হলদার

শ্রী সুইট কুমার হলদার এর পরিবার বিষয়টি জানানোর চেষ্টা করলে গোপন রাখার জন্য অনুরোধ করে মেয়েটি। কিন্তু জনমনে সন্দেহের সৃষ্টি হলে মেয়ের পরিবার তিনদিন পর শ্রী সুইট কুমার হলদারের বাড়িতে সুমি খাতুন কে নিতে আসে। শ্রী সুইট কুমার হালদার এর পরিবার মেয়েকে ফেরত দিতে রাজি হলেও মেয়েটি যেতে অনিচ্ছা প্রকাশ করে। সুইট কুমার এর পরিবার জানান আমার ছেলে কে জেলে দিয়েছে এটা কি?, আমরা হিন্দু, মেয়েটি মুসলিম সম্প্রদায়ের হলেও মুলত প্রেমের টানে এসেছে, সে সুইট কে ছাড়া কাউকে বিয়ে করবেনা বলেও সাফ কথা জানিয়েছে।


শ্রী সুইট কুমার হলদারের পরিবারের দাবি, হিন্দু রীতি নীতি মেনেই শাঁখা সিঁদুর পড়িয়ে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে।

আব্দুল বাশির, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ
মোবাইল:01786931234

Don`t copy text!