ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জামাই-শাশুড়িকে পিটিয়ে রক্তাক্তের অভিযোগ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৫, ২০২০ ৬:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সরকার, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীর নওদাপাড়া খানকাহ শরিফ দুরুলের মোড় চকপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জামাই শাশুরীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সেই সাথে বাড়ির মালামাল ভাঙ্গচুর করার ঘটনাও ঘটেছে। ঘাতক জামাই এর নাম মোঃ শাহিনুর ইসলাম (রাসেল) সে আমচত্তর এলাকার শিরাত প্রিন্টিং প্রেসে কর্মরত।
তার শাশুরী গোলেনুর বেগম বর্তমানে রাজশাহীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় আবস্থাতে আছেন।
মেয়ের সূত্রে জানা যায়।
এ ঘটনায় আহত গোলেনুর বেগম মেয়ে মোছাঃ ডলি খাতুন বাদী হয়ে জামায়ের নাম উল্লেখ্য করে শাহমুখুম থানায় অভিযোগ দায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে যানা যায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার দুরুলের মোড় চকপাড়া এলাকায় এক কাঠা জমি কিনে তার মেয়ে ও জামায়ের নামে দেয় তখন থেকে শাশুড়ী সাথে বাধে মাঝে মধ্যে ঝামেলা।
এলাকার একজন প্রত্যক্ষদর্শী বেলি বেগম জানান এদের মধ্যে ঝরগা ঝামেলা হর হামেসায় লেগে থাকে।
অভিযোগের বিষয়ে তার জামাই এর নিকট জানতে চাইলে তিনি বলেন জেল ফাঁসি যাই হোক আমি আর এ সংসারে থাকবো না।
এক পর্যায়ে শাশুড়ী গোলেনুর বেগম বাড়ির সব মালামাল নিয়ে জেতে চাইলে জামায় তখন লাঠি দিয়ে পিটিয়ে আহত ও রক্তাক্ত করে যা সরজমিনে গিয়ে মিলে এর সত্যতা।
এলাবাসী এ ঘাতক জামাই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
সেই সাথে এরকম জঘন্যতম ঘটনা ঘটাতে না পারে সেদিকে প্রশাসনের নিকট জোর দাবি যানায় এলাকাবাসীর পক্ষ থেকে।

Don`t copy text!