ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাদঁপুরে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৪, ২০২০ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

গোপন তথ্যে জানায় গ্রেফতারকৃত প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম সমূহ ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পেমেন্ট ডিসকাউন্ট অফার করে প্রতারণা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এবং র‌্যাব-১১’র যৌথ আভিযানে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর রাতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা চালিয়ের‌্যাব
অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো

১। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের মোঃ জাকির হোসেন বেপারীর ছেলে মোঃ শাহাদাৎ হোসেন @ শিহাব (২৫), ২। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ মাইনুল ইসলাম (২৫), ৩। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মাহবুবুল আলম @ আবির (২৫)। এসময়ে অনলাইন হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহকৃত ২,৩৯,৯০০/- (দুই লক্ষ ঊনচল্লিশ হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব এ বিষয়ে আরো জানায় নানাবিধ প্রতারণা করার অপরাধে ধৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Don`t copy text!