হিন্দু ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দশম শ্রেণি পড়ুয়া নাবালিকা শ্রীমতি শ্রাবন্তী দত্তকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণ করা হয়েছে। এই সংখ্যালঘু পরিবারটি আজ অসহায়।
আজ মেয়েটির বাবা সুরঞ্জন কান্নাজড়িত কণ্ঠে দৈনিক বাংলার অধিকার কে জানান- আমাকে সহযোগিতা করুন, ওরা আমার মেয়েকে জোর পূর্বক তুলে নিয়ে গেছে। প্রশাসন এখনো আমার নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। তাই আমি আপনাদের মাধ্যমে দ্বারস্থ হয়েছি। আশাকরি আপনি আমার মেয়েকে উদ্ধার করে দিতে পারবেন।
বাংলাদের সকল মিডিয়া পএিকা গুলোর কাছে আমার অনুরোধ আমার মেয়েকে উদ্ধার করে দিন আমার মেয়েটির নামঃ শ্রীমতি শ্রাবন্তী দত্ত, পিতাঃ সুরঞ্জন দত্ত, গ্রামঃ পশ্চিম পাড়া, পোস্টঃ বিখিল গাঁও, ইউনিয়নঃ জৈনসার, থানাঃ সিরাজদিখান, জেলাঃ মুন্সিগঞ্জ। উল্লেখ্য, গত মাসের ০৯-০৮-২০ তারিখ মেয়েটি অপহরণের শিকার। মামলা হয়েছে ১২-০৮-২০ তারিখ। মামলা নং- ৮৮-২০২। এক মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো প্রশাসন নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি!
অপহরণকারীর পিতা আহসানুল্লাহ দেওয়ান,
অপহরণকারীঃ মোহাম্মদ জনি দেওয়ান, গ্রামঃ উত্তর শিয়ালদী,
পোস্ট + ইউনিয়নঃ ইছাপুর, থানাঃ সিরাজদিখান, জেলাঃ মুন্সিগঞ্জ।
বিস্তারিত তথ্য জানতে মেয়েটির বাবার সাথে ফোনে কথা বলেন। নাম শ্রী সুরঞ্জন দত্ত, ফোন নাম্বারঃ 01716775446
সিরাজদিখান থানার ওসির ফোন নাম্বারঃ 01713373400, সিরাজদিখান থানার এসআই এর ফোন নাম্বারঃ 01724576673, স্থানীয় মেম্বার এর ফোন নাম্বারঃ 01815234674, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ফোন নাম্বারঃ 01716652000।
এই ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই অপহরণকারীকে ধরে আইনের আওতায় আনার পাশাপাশি অপহরণের শিকার সংখ্যালঘু নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য থানা কৃতপক্ষ কে অনুরো।