শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর পৌরসভাতেও নির্বাচনী উত্তেজনার আঁচ লেগেছে। সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ ও প্রচারে মুখর হয়ে উঠেছে ওয়ার্ডগুলো। হাট-বাজারের চায়ের দোকানগুলোয় চলছে নির্বাচনি আলাপচারিতা। তর্কে-বির্তকে প্রিয় প্রার্থীদের এগিয়ে রাখছেন ভোটাররা। তবে এবার শেরপুর পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রায় আধাডজন প্রার্থী প্রচার প্রচারনায় মশগুল থাকলেও শেষ পর্যন্ত যদি নির্বাচনে’র মাঠে থাকেন তবে বিএনপি সমর্থিতরা এর সুযোগ গ্রহণ করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
পাশাপাশি বিএনপি থেকে শেরপুর পৌর বি এন পির আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত মেয়র এডভোকেট আব্দুল মান্নান, জেলা বি এন পির কোষাধ্যক্ষ এমদাদুল হক মাষ্টার, জেলা বি এন পির সাবেক সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম কালামে’র সুযোগ্য সন্তান জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, শহর বি এন পির যুগ্ন আহ্বায়ক আলোচিত সাবেক ছাত্রনেতা রজমান আলী, জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু রায়হান রুপন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বি এন পির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুর রাজ্জাক আশীষে’র সন্তান জেলা বি এন পির পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাসানুর রেজা জিয়া, মেয়র পদে মনোনয়নের জন্য স্থানীয়ভাবে ও কেন্দ্রে দৌঁড়াচ্ছেন।
পৌরসভার বিভিন্ন সূত্রে জানা গেছে, এবার শেরপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ৫ জন। তারা হচ্ছেন, বর্তমান মেয়র ও শেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রয়াত এম.পি নিজাম উদ্দিনে’র জ্যেষ্ঠ সন্তান আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা বার ও প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শিল্পপতি আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার সন্তান আরিফ রেজা। তারা গত দুই মাস ধরে মনোয়নের আশায় দৌঁড়-ঝাপ শুরু করছেন।
স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের প্রায় অর্ধডজন প্রার্থী গত দুই মাস ধরে তাদের নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। তারা জনসংযোগ, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বিলবোর্ডে প্রচারণাসহ বেশ কিছু শোডাউনও করেছেন। ফলে আসন্ন নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে আওয়ামী লীগের এই সম্ভাব্য পাঁচ প্রার্থীর জনসংযোগে অনেকটা দ্বিধায় ভুগছেন এখানকার জনগণ। বর্তমানে আওয়ামী লীগে দুই বলয়ের ডজনখানেক প্রার্থীদের প্রচারণা দ্বন্দ্বে সুযোগের সন্ধানে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। তবে সুযোগ দিতে রাজি নন আওয়ামীলীগ