আজ দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সাথে পিঁয়াজ ব্যাবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পেঁয়াজের আড়তদারগণ,পেঁয়াজের খুচরো ব্যবসায়ী, মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পেঁয়াজের পাইকারী ও খুচরা বাজারদর নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে ও কারসাজি করে পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যেন পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে
এছাড়া পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।