ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে পেয়াঁজের বাজারে অভিযানে টাকা অর্থদণ্ড- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সুশীল দাস,মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড ও মৌলভীবাজার সড়কের পাইকারি ও খুচরা বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।২৪ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় এক দোকানীকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫০০ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫ জন মোটরবাইক চালককে ১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড ও মৌলভীবাজার রোডের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে সালাউদ্দিন ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ নিয়ে ৭ মামলায় মোট ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ( ভূমি) মো. নেছার উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।
দ্রবের যোগান স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।

Don`t copy text!