ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে প্রবাসী গৃহবধুকে প্রকাশ্যে পিটালো-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ তপন মজুমদার।
পরকিয়া প্রেমের ঠুনকো অভিযোগ এনে এক গৃহবধুকে বেঁধে প্রকাশ্যে পিটিয়ে আহত করার ঘটনা ঘটিয়েছে এক ইউপি সদস্য। সংবাদ পেয়ে থানা পুলিশ ওই গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।

এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ ওই ইউপি সদস্যকে আটকের চেষ্টা করছে। ঘটনাটি উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের চরদু:খিয়া গ্রামে।

জানা গেছে, উপজেলার চরদু:খিয়া গ্রামের তপাদার বাড়ীর দুবাই প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী মরিয়ম বেগম (৩২) তার ঘরের সামনে দাঁড়িয়ে গত রোববার রাতে প্রতিবেশী দুই যুবকের সাথে কথা বলছিল। বিষয়টি দেখতে পেয়েই হঠাৎ ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য মো: শরীফ বিষয়টি দেখতে পেয়ে মরিয়ম বেগমকে ঘরের সামনের রাস্তার উপরই মারতে শুরু করে।

ওই ইউপি সদস্যের মুঠোফোন পেয়ে ইউপি সদস্যের সাঙ্গপাঙ্গরাও এসে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় মরিয়ম বেগমকে রাস্তায় ফেলে চলে যায়। পিটিয়ে আহত করার ঘটনাটি ময়িরম বেগমের বোন মুঠো ফোনে থানা পুলিশকে জানালে, ওই রাতেই সংবাদ পেয়ে থানা পুলিশ ওই গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে মরিয়মের বোন শেফালী বেগম ইউপি সদস্যকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করে।
ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসান আ: হাই জানান, বিষয়টি ন্যাক্কারজনক। আমি ঘটনা শুনেই ঘটনাস্থলে গিয়েছি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মো: শরীফ জানান, ওই মহিলার স্বভাব ভাল নয়। এছাড়া সে তার নিকটাত্মীয় । তাই শাসন করেছি।
লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ফরিদগঞ্জ থানার এস আই কাজী জাকারিয়া বলেন, ঘটনাটি মর্মান্তিক।
আমরা খবর পেয়ে ওই গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এছাড়া পরে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্যকে আটকের চেষ্টা করছি।

বার্তা প্রেরক
তপন মজুমদার(০১৭১৮৭০৪০৪৭)
ফরিদগঞ্জ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকার

Don`t copy text!