ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জের মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেন পাবেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তপন মজুমদার,ফরিদগঞ্জ প্রতিনিধি,
ফরিদগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী হিসাবে পরিচিত ইমরান হোসেন পাবেল আর নেই গত এক সপ্তাহ যাবত বাড়ীতে জ্বরে আক্রান্ত থাকার পর গতকাল সোমবার সকালে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পাবেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্নাস ৩য় বর্ষের ছাত্র ছিল। তার পিতা ফরিদগঞ্জের সংবাদপত্র এজেন্ট ও ম্যাগাজিন হাউজের স্বত্তাধিকারী মাও. মো: তাজুল ইসলাম। দুই ভাই এক বোনের মধ্যে পাবেল ছিল সবার বড়। সে ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জি পি এ ৫ পেয়ে এস এস সি ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ার পর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়। বর্তমানে ব্যবস্থাপনায় অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলো।
তার পরিবারের লোকজন জানান, ছোটবেলা থেকেই পাভেলের হার্টের সমস্যা ছিলো। সামান্য জ্বর হওয়ার পর স্থানীয় চিকিৎসকের তত্বাবধানে ছিল। সোমবার সকালে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ নিয়ে আসা হয় ফরিদগঞ্জ পৌরসভা সদরস্থ তাদের নিজ বাসায়। বিকালে ওয়াপদা মাঠে প্রথম জানাযার পর উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সদা-সর্বদা হাস্যোজ্জল পাবেলের মৃত্যুতে তার পরিবারের আহাজারিতে উপস্থিত হাজারো মানুষের চোখের জল ধরে রাখা কষ্ট সাধ্য হয়ে উঠেছিলো।
এদিকে ইমরান হোসেন পাবেলের মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা প্রেরক
তপন মজুমদার
ফরিদগঞ্জ প্রতিনিধি
তাং- ১৪.০৯.২০২০

Don`t copy text!