ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ফ্রী চক্ষু সেবায় ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে গরীব, অসহায়, হতদরিদ্রের পাশাপাশি জাতির সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়ন নিজকুঞ্জরা অবস্থিত ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় ঘোপাল ইউনিয়নের জাতির সকল সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল এর পক্ষ থেকে বিনামূল্য চক্ষু সেবা প্রদান এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন ঘোপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইউসুফ।

এ বিষয়ে জানতে চাইলে ঘোপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক বলেন, ঘোপাল ইউনিয়নবাসির জন্য গর্ব ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল। এটা একটা সেবা মুলক প্রতিষ্ঠান যেখানে আজ মুক্তিযোদ্ধাদের বিনামূল্য চক্ষু সেবা প্রদান করেছে। আমার ব্যাক্তিগত ও পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চক্ষু সেবা সহ অন্যন্য চিকিৎসা সম্প্রসারিত করার অনুরোধ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের জানান, ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্রে মুক্তিযোদ্ধাদের বিনামূল্য চক্ষু সেবার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ব্যবস্থাপনা দিক থেকেও ভাল ও উন্নত। তবে আরো প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, স্বাস্থ্যকেন্দ্রের যোগাযোগ দু’টি সড়ক এর বেহাল অবস্থা। সড়ক দু’টি সংস্কার এর জন্য ও স্বাস্থ্যকেন্দ্র এর যেকোন সমস্যা সমাধানে সার্বিকভাবে চেষ্টা করে যাবো পাশাপাশি অত্র স্বাস্থ্যকেন্দ্রের ভবিষত সফলতা কামনা করেন।

মুক্তিযোদ্ধা কবির আহম্মদ বলেন, ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্রের কারনে এখানে মুক্তিযোদ্ধা সহ অনেক গরীব দুখী মানুষ চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থতা অর্জন করেছে। তিনি আহবান জানান চিকিৎসা ক্ষেত্রে আরো সচেতন হওয়ার অনুরোধ জানান। ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র এর ফেনী অঞ্চল সমন্বয়ক মোঃ ফয়সাল ভুঁইয়া বলেন, আজ স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে ঘোপাল ইউনিয়ন এর উপজেলা কমান্ডার মোঃ ইউসুফ সহ মোট ২৮ জন বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্য চক্ষু সেবা প্রদান করা হয়। আমরা এই পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষকে চিকিৎসা দিয়ে এসেছি। তিনি আরো জানান, এই স্বাস্থ্যকেন্দ্রে ধনী, গরীব, অসহায় সহ যেকোন পেশাজিবী মানুষ চিকিৎসা নিতে পারবে একদম কম মূল্য।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের অত্র স্বাস্থ্যকেন্দ্রে সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং নিজেও চক্ষু সেবা গ্রহন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Don`t copy text!