নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামে রেলের পরিত্যক্ত জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের প্রতিবাদ ও পূণর্বাসনের দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে বাস্তহারা।
রবিবার সকালে বাস্তহারা পরিবারের সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে কুড়িগ্রাম শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাস্তহারা পুণর্বাসন সংগ্রাম কমিটির সদস্য সুব্রতা রায়, নুর মোহাম্মদ আনছার, আক্তারুল ইসলাম রাজু ও মজিবর রহমান।
বাস্তহারারা অভিযোগ করেন, পূণর্বাসনের ব্যবস্থা না করে কুড়িগ্রামে রেলের পরিত্যক্ত জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে কয়েক দফায় অমানবিকভাবে উচ্ছেদ করা হয়েছে। এতে কুড়িগ্রাম রেল স্টেশন এলাকার ৭৬টি পরিবারসহ কয়েকশ পরিবার উচ্ছেদের শিকার হয়েছে।
উচ্ছেদের শিকার পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করে মানবেতর জীবন যাপন করছে। তারা অবিলম্বে রেলের পরিত্যক্ত জায়গা বরাদ্দ দিয়ে অসহায় পরিবারগুলোকে মাথা গোঁজার ঠাঁই দেয়ার দাবী জানান।
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
তাং:১৩/০৯/২০২০ ইং
মোবাইল নং:০১৭১৭১২০৭১৫