ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঋতুর রাণী শরৎ _______________/পাপিয়া আক্তার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৩, ২০২০ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ ঋতু আসে
আলতো হাওয়া দোল দিয়ে যায় নদীর ধারের কাশে।
ছয়টি ঋতুর প্রকৃতিতে শরৎ রূপের রাণী,
গলে তাহার ঝুলতে থাকে শিউলির হার খানি।

তুলার মতো উড়তে থাকে সাদা মেঘের ভেলা,
নদীর বুকে করতে থাকে পাল তোলা নাও খেলা।
শরৎ ঋতুর বন্দনাতে জেগে ওঠে পাড়া,
তটের ধারে শরৎ কালের পড়ে নতুন সাড়া।

নভে তখন উড়ে বেড়ায় মেঘের সারি কালো,
আবার হঠাৎ ধুষর আকাশ হয়ে যায় যে আলো।
হঠাৎ করে নেমে আসে হালকা হালকা বৃষ্টি,
নদীর জোয়ার কমে গেলে কৃষক চাষে কৃষ্টি।

বর্ষাকালে মেঘের ভাঁজে যায় না আকাশ দেখা,
শরৎ এলে দূর আকাশে দেখায় নীলের রেখা।
আকাশ পানে রঙধনুরা মেলে রঙের পাখা,
সজীবতায় স্নিগ্ধ হয় যে গাছের নতুন শাখা।

ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা জমে,
শরৎ এলে বৃষ্টি ঝরা একটুখানি কমে।
শরৎ ঋতু স্বার্থক হয় না কাশফুল ফোঁটা বিনে,
ঋতুর রাণী শরৎ আসে শিউলি ফুল কিনে।

কবিতা টি সেয়ার করার অনুরোধ করছি

Don`t copy text!