ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ভীমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু আরেক শিশু মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১১, ২০২০ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভীমরুলের কামড়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ফাহাদ নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ভীমরুলের কামড়ে সাড়ে ৩ বছরের আরেক শিশু মরিয়ম আক্তারকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের তালুকদার বাড়িতে। ফাহাদ ছোট পাউলদিয়া গ্রামের প্রবাসী মামুন তালুকদারের ছেলে। মরিয়ম একই বাড়ির মফিজুল তালুকদারের মেয়ে।
স্বজন জহির তালুকদার জানান, বৃহস্পতিবার বিকাল ৫ টা দিকে লাকড়ি-খড়ি রাখার ঘরে ফাহাদ ও মরিয়ম খেলা করতে ছিল। তারা দু’জন চাচাতো ভাই-বোন। সেখানে ভেঙ্গুরের (ভীমরুলের) বাসা ছিল। হয়তো তারা বাসায় আঘাত করায় ভীমরুল তাদের কামড়ায়। দু’জনের শরীরে ২৫/৩০ টি করে কামড়ে হুল বসিয়ে দেয়। সন্ধ্যায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় ফাহাদের মৃত্যু ঘটে। আর মরিয়মের চিকিৎসা চলছে তবে অবস্থা আশঙ্কাজনক।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে দুই শিশুকে নিয়ে স্বজনা এসেছিলো। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিলো। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়। এখানে কোন আইসিইউর ব্যবস্থা নাই। #

Don`t copy text!