ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বাংলার অধিকার আদায়ে আন্দোলনে নেতৃত্ব আওয়ামীলীগ ২৩ জুন ১৯৪৯ সালে যাএা শুরু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১, ২০২০ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলার মানুষের নায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে ২৩ জুন,১৯৪৯ সালে যাত্রা শুরু করে আওয়ামি লীগ এবং বহু বছরের সংগ্রামের ও আন্দোলনের পরে ১৬-ই ডিসেম্বর ১৯৭১ সালে বাংলার স্বাধীন মানচিত্র এনেছিল আওয়ামি লীগ হাত ধরেই। মুজিব নগর সরকারও আওয়ামিলীগ গঠন করেন। আওয়ামিলীগ এর সকল আন্দোলন সংগ্রাম এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম। আওয়ামিলীগ হাজার বছরের স্রেস্ট বাংগালী বংগবন্ধুর আদর্শের দল। জাতির পিতা ছিলেন, বাংলার মানুষের সফল নেতা। জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান বাংগালী জাতির মুক্তির সনদ রচয়িতা করেন।

তিনি দিয়েছেন বাংলাদেশ আওয়ামি লীগ এর মূল নীতি-আদর্শ এবং তার সকল ন্যায় – নীতি ইসলামের পক্ষের নীতি হিসেবে প্রমাণিত। সকল নীতি বাংলার মানুষের শান্তির নীতি। জাতির পিতা তার সরবচ্চ মেধা দিয়ে বাংলাদেশ আওয়ামিলীগ দল গঠিত করেছিলেন। জাতির পিতার একটাই সপ্ন ছিলো, কিভাবে বাংলার মানুষের মুখে হাসি ফোটান যাবে এবং বাংলাদেশ হবে একটি সুখী সম্রিদ্ধ দেশ। আর যারা, বাংলার মানুষের স্বাধীনতা চাই নাই, বাংলার খেটে খাওয়া মানুষের শান্তি চাই নাই, তারাই জাতির পিতাকে খুন করেছিল। ইতিহাস বলে তারা পাকিস্তানের খুসি করতেই জাতির পিতাকে খুন করেছিল এবং জাতির পিতার পুরো পরিবারকে খুন করেছিল এবং কি শেখ হাসিনাকে খুন করতে বার বার চেষ্টা করেছিল।

তারা ইতিমধ্যেই জেনেছিল, বুঝেছিলেন, শেখ মুজিব এর রক্ত মানেই আবারও বাংলা স্বাধীনতা ছিনিয়েই আনবে। এবং তাদের ভাবনাটা সত্যিই ছিল। তারা নিচ্চন্তেই ছিলো, তারা ভেবেছিল এক হাসিনা আমাদের কিছুই করতে পারবেনা এবং আমারা হাসিনাকে তহ মেরেই ফেলতে পারব এবং কি বার বার তারা জনসভায় বলেছিল, শেখ হাসিনাকে মেরে ফেলবো। আল্লাহর অশেষ রহমতে এদেরকে কোটি কোটি মানুষের ভালবাসা নিয়ে শেখ হাসিনা আজও আমাদের মাঝে বেচে আছেন এবং ওরা কিছুই করতে পারবেনা ইনশাআল্লাহ। সেসময়ে বহু বহু মানুষের হত্যা করেছিলেন, যারা জাতির পিতার পক্ষের আওয়ামিলীগ করতো।

আর সেসময় কিছু কিছু আওয়ামিলীগ এর সদস্য ভয়ে বা সুবিধার জন্য জাগ দল বা বিএনপিতে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামিলীগ দলের যে ধরনের আদর্শ নিয়ে জন্মেছিল, সেই আদর্শ আজও লালিত হচ্চে। জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের নয়নের মণি শেখ হাসিনা আমাদের ফিরিয়ে দিয়েছেন স্বাধীন মানচিত্র, বাংলাদেশ গড়ে উঠেছে সোনা বাংলা, সুখী-সুম্রদ্ধ বাংলা। আজ বাংলার মানুষের স্বাধীনতা পেয়েছে, সারা দুনিয়ার কাছে সম্মানিত হয়েছে। জাতির পিতার সপ্নগুলোকে একের পর এক পূর্ণ করে চলেছেন। এবং জাতির পিতার সকল স্বপ্ন বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমি মনে প্রানে বিশ্বাস করি, জাতির পিতার মরে নাই, এখনও আমাদের পাশেই আছেন। পবিত্র কুরআনে আছে, শহীদের মরন নাই।

খুব কস্টের সাথে আজ দেখতে হয়, জাতির পিতার বাংলাদেশ আওয়ামিলীগ এর রাজনীতির পতন। চাটুকার, মিথ্যুক, সন্ত্রাসী, চোর, ঘুসখোর, দুর্নীতিবাজরাই আওয়ামি লীগ রাজনীতি করেন।

জাতির পিতার আওয়ামি লীগ আদর্শ বুকে ধারণ করে,লালন করেন, তারা আওয়ামিলীগ করার সুযোগ নাই। আজকের দলে ভালো চরিত্রের রাজনৈতিক নেত্রিত্তের খুব অভাবনীয় ব্যাপার। এখনও সময় আছে, জাতীর পিতার আদর্শে বাংলাদেশ আওয়ামি লীগ ফিরিয়ে আসতে। তা না হইলে নিচ্চয় আবারও পরাজয়। কারণ ওরা আজও ষড়যন্ত্রে লিপ্ত। আজ আপনি সুবিধা পাচ্ছেন, কাল আপনার সন্তানকে ওরা খুন করবে।

জাতীর পিতার বাংলাদেশ আওয়ামি লীগ এর জয় হোক।
জয় বাংলা,বাংলাদেশ চিরজীবী হোক।

Don`t copy text!