ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৯, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সরওয়ার-ই আলম সরকার জীবনের পক্ষ থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াররম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মজিদ হাড়ী, নাজিমখান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাঃ আকবর আলী সরকার, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মঙ্গা, চিলমারী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী সচিব মোহাম্মদ সরোয়ার আলম সরকার জীবনের পক্ষথেকে তার বাবা আকবর আলী সরকার চিলমারী হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ মোঃ আমিনুল ইসলামের হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়।

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
তাং:২৯/০৮/২০২০ ইং
মোবাইল নং:০১৭১৭১২০৭১৫

Don`t copy text!