ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে বাল্য বিয়ে দিতে গিয়ে ভূয়া কাজী সহ আটক ২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৮, ২০২০ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে বিউটি আক্তার নামে এক কিশোরীকে বাল্যবিয়ের চেষ্টা কালে ভূয়া কাজি সহ কিশোরীর দুই মামাকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

বিউটি আক্তার নান্দাইল পৌরসদরের দশালিয়া গ্রামের শফিকুল ইসলামের ভাগ্নী ।

তার গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউপির পুরানবাড়ি গ্রামে। সে ওই গ্রামের আবেদ আলীর কন্যা।

সে কয়েকদিন ধরে নান্দাইল পৌরসদরের দশালিয়া গ্রামে তার মামা শফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল।

এখানেই আজ মধ্যেরাতে অতি গোপনে বিয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছিল।

বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দীন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ,বিয়ের নিবন্ধন করতে আসা উপজেলার লংপুর গ্রামের মৃত আঃ ছোবানের পুত্র আবুল হাসেমকে নিবন্ধন বই আটক করে পুলিশ।এছাড়াও আটক করা হয় কিশোরীর দুই মামা মৃত আঃ গফুরের দুই পুত্র শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে।

পরবর্তীতে বিয়ের নিবন্ধন করতে আসা আবুল হাসেম ভূয়া কাজি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের, কিশোরীর দুই মামাকে পনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন বলেন, ছেলে পক্ষকে বিয়ে বাড়িতে উপস্থিত পাওয়া যায়নি। যতদূর জানতে পেরেছি উপজেলার অরণ্যপাশা গ্রামে বিয়ে দেওয়া হচ্ছিল।। আমরা বাল্য বিয়ে প্রতিরোধে সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।

Don`t copy text!