নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি :- ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষ কর্তৃক গিয়াসউদ্দি ন নামে এক ব্যাক্তির জমি দখলের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যে বাঁশহাটি গ্রামে।
সরজমিনে দেখাযায়,উক্ত গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র গিয়াসউদ্দিন মধ্য বাঁশহাটি মৌজায় ৫৬৬ নং খতিয়ানে ১৮৬৮ নং দাগে ১৫ শতাংশ জমি ভোগদখল করিয়া আসিতেছে।
বিগত প্রায় বছর খানেক ধরে একই গ্রামের মৃত মোন্তাজ আলীর পুত্র মোঃ রফিক মিয়া জমির কিছু অংশ দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশকয়েক বার হিংসার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে গত ঈদুল আজহার পূর্বে গিয়াসউদ্দিনর স্ত্রী নাজমা আক্তারকে রফিক গং কর্তৃক পিটিয়ে আহত করে।
পরবর্তীতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়।
ঈদুল আজহার পর সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক ভূইঁয়ার নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ দরবারের মাধ্যমে সুষ্ঠু সমাধানের ভিত্তিতে প্রত্যেকের জমি মেপে খুঁটি বসিয়ে দেওয়া হয়।
কিছুদিন বিষয়টি নিয়ে শান্তি বিরাজমান থাকার পর আজ মঙ্গলবার হঠাৎ রফিক গং দ্বয় ট্রলি দিয়ে মাটি এনে আবারও গিয়াসউদ্দিনের যায়গা দখলের চেষ্টা করে।
একপর্যায়ে এস আই জালালের নেতৃত্বে নান্দাইল মডেল থানার একটি পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মাটি ফেলতে নিষেধ করে আসে।
এবিষয়ে এস আই জালাল জানান, সামাজিক ভাবে বিষয়টি মিমাংসা হওয়ার পরও একটি পক্ষ জোর পূর্বক মাটি ফেলে যায়গা দখলের চেষ্টা করছিল। আমরা নিষেধ করে এসেছি। বলেছি যদি সমস্যা থাকে আবারও চেয়ারম্যানের কাছে যেয়ে সমাধান আনতে।
এবিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও চেয়ারম্যানের সাথে সংযোগ করা যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিবাদী রফিক বলেন, গিয়াসউদ্দিনের চাচাতো ভাই আঃ বারির সাথে আমরা অন্য জমি দিয়ে এই জমি নিয়েছি, সে যে পর্যন্ত দখল দিয়েছে ততটুকুই আমরা নিচ্ছি। অন্যসব অভিযোগ অস্বীকার করেন।
যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে ভুক্তভোগী পরিবারটি প্রশাসন সহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেন