ইতালিতে জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিল
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোমের মক্কি মসজিদে বাদ মাগরিব ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা, কোরআন তেলোয়াত এবং মোনাজাত করা হয়।
অনুষ্ঠান আয়োজনে ছিল ইতালি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ। মিলাদ মাহফিলে জাতির পিতার জীবন ও কর্মের উপর আলোচনা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে বঙ্গবন্ধুর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
উপস্থিত নেতাকর্মীরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে বাঙালি জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। এ সময় ইতালি আওয়ামী লীগ নেতা এম এ রব মিন্টু বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার প্রদর্শিত পথে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালীসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে কোরআন থেকে তেলোওয়াত করে ১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির পিতাসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।