তারিফুল আলম, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের বেদখলীয় প্রায় ১০ একর জমি উদ্ধার করা হয়েছে। ২৯ জুলাই বুধবার উপজেলার গান্ধিগাঁও এলাকায় এ জমি উদ্ধার করা হয়। শেরপুরের সহকারী বন সংরক্ষক ড. প্রাণতোষ চন্দ্র রায় এ জমি উদ্ধারে নেতৃত্ব দেন। এসময় নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিসুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাগন অংশ নেন। উদ্ধারকৃত জমি মূল্য প্রায় কোটি টাকা হবে। স্থানীয় জবর দখলকারীরা ওই জমিতে লিচু গাছ রোপন করে দীর্ঘদিন ধরে জমিটি বেদখলে রাখে। বুধবার দুপুরে এ জমিটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সহকারী বন সংরক্ষক ড. প্রাণতোষ রায় বলেন, উদ্ধারকৃত জমিতে সামাজিক বন সৃজন করা হবে।