রিপোর্ট
এস ডি স্বপন,
মালয়েশিয়া থেকে যে সকল বাংলাদেশী ভাইয়েরা ছুটিতে এসেছিলেন তাদের এখন খুব খারাপ এবং সমস্যায় দিন কাটাতে হচ্ছে, অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও বিশেষ ফ্লাইট এর মাধ্যমে তাদেরকে মালয়েশিয়াতে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সাধারণ শ্রমিকরা অনুরোধ জানাচ্ছি হাইকমিশন এর নিকট।
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তাদের অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে ছুটিতে দেশে যাওয়া প্রবাসীদের জন্য একটা ব্যবস্থা করুন। এসময়ে অনেকেরই ভিসা মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা অনেকেই টেনশনে ও দুশ্চিন্তায় আছে তাদের জন্য যেকোনো প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভিসা গুলো রিনিউ করে দেওয়ার আবেদন করছি। আমরা সাধারন শ্রমিক অনেকেই পাঁচ থেকে সাত মাস অব্দি দেশে এসে আটকা পড়ে গিয়েছে কোভিড-১৯ করোনা ভাইরাস এর কারণে।
লক ডাউনের জন্য অনেকেই মালয়েশিয়াতে ফিরে যেতে পারেনি অনেক সমস্যা মধ্যেখানে সাধারণ শ্রমিকরা এখন জীবন যাপন করছে আশাকরি বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়াতে অবস্থিত আপনারা কিছু একটা করবেন,
বাংলাদেশে অনেক ফ্যাক্টরি ইন্ড্রাস্ট্রি এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে অনেকেই যার যার কর্মস্থলে কাজ করছে আমরা কোথায় কি করব এভাবে থাকলে না খেয়ে মরতে হবে। বাংলাদেশ হাইকমিশন এর নিকট বীনিতভাবে অনুরোধ আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন সাধারণ শ্রমিকদের জন্য। আপনারা যে শর্তগুলো দেবেন আমরা যে কোন শর্তে মালয়েশিয়াতে যেতে চাই অন্তত ভিসা গুলো রিনিউ করে আমাদের যাওয়ার ব্যবস্থাটুকু করে দিন। আমরা আমাদের পরিবারের এক মাত্র আয়ের মাধ্যম আমরা এখানে থাকায় প্রত্যকের পরিবারের ৫-৬ জন সদস্য নানা সমস্যায় দিন কাটাতে হচ্ছে। অবস্থা অনেকটা খারাপ,
রিপোর্ট
এস ডি স্বপন