ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি প্রবাসি নয়ন সকার এখন রুম বন্দিজীবন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন বাচঁতে চায় নয়ন সরকার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৭, ২০২০ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

চাদঁপুর জেলার হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়নের বোরখাল সরকার বাড়ির মৃত ননী গোপাল সরকারের ছেলে নয়ন সরকার(৩১)সৌদি আরবে নিজ রুমে মৃত্যুর প্রহর গুণছে। প্রায় ৪ বছর আগে ৬ লাখ টাকা খরচ করে পাড়ি জমান সৌদি আরবে। প্রথমদিকে ঠিকঠাক কাজ চলছিল কয়েক মাস পর হঠাৎ করে কোনো কারণ ছাড়া মালিক তার নামে নিখোঁজ মামলা করে। এখন মামলার দায় কাঁধে নিয়ে নিজ রুমে রয়েছেন বহু দিন ধরে। রুমবন্দী থাকার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মরতে বসেছেন নয়ন সরকার। মারাত্মক অসুস্থ,রুম বন্দিজীবন নয়ন সরকারের এখন দেশেও আসতে পারছেন না।

দেশে বিধবা মা আদরের ছোট সন্তানের জন্যে কাঁদতে কাঁদতে চোখের পানি অনেকটাই শুকিয়েছেন। এমন অবস্থায় আক্ষেপের সাথে বলেন শুনেছি অসহায় গরীবের মা জননী শেখের বেটি ।তাই ছেলেকে দেশে ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন। সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস এগিয়ে আসলে হয়তো নয়ন দেশে ফিরে আসতে পারবে। বিশেষভাবে চলাচলকারী ফ্লাইটে নয়নকে দেশে পৌছে দিলে হয়তো তার পরিবার জায়গা-জমি বিক্রি করে হলেও পরিবারের ছোট সন্তানকে চিকিৎসা করাবে বলে জানান নয়ন সরকারের সত্তর বয়সের বৃদ্ধা মা মুকুল রাণী সরকার।

সরজমিনে মুকুলের গ্রামের বাড়িতে গেলে দেখা যায়, জরাজীর্ণ বসতঘরে তার বয়স্ক মা বসবাস করছেন। সেখানেই বিছানায় বসে প্রতিনিয়ত ছেলের জন্য কান্নকাটি করেই যাচ্ছেন। বাড়িতে যে যায় তার কাছেই আবদার করছেন তার ছেলেটাকে তার কোলে ফিরিয়ে দিতে। মায়ের একটাই দাবি, জনদরদী মা শেখের বেটি যদি আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দেয়, তাহলে তার জন্য আমি সারাজীবন দোয়া করে যাব। দূতাবাস কিংবা কোনো সহৃদয়বান বাংলাদেশী দেশে আসার বিষয়ে সহযোগিতা করতে চাইলে ০০৯৬৬০৫৭৮২৫৫৯১৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

Don`t copy text!