স্বাভাবিক জীবনে ফিরছে দ্রুত! কুয়েত সিটি, করনা পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরার তৃতীয় ধাপ শুরু হবে আগামী মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০! অন্যান্য দেশের তুলনায় কুয়েত করনা মোকাবেলায় ব্যাপক পারদর্শীতা দেখিয়েছে এবং যা কুয়েতি ও কুয়েত প্রবাসী মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে!
চলুন বিভিন্ন মিডিয়াতে তৃতীয় ধাপে কি কি শিথিলতা আসতে পারে বা উন্মুক্ত হতে পারে, একনজরে দেখে নেওয়া যাক!
কর্মদক্ষতার অর্ধেক জনশক্তি অর্থাৎ সরকারি ও বেসরকারি দপ্তর সমুহে (লাস্ট 50%) ৫০% এর কম কর্মকর্তা – কর্মচারী দিয়ে দাপ্তরিক কার্যক্রম চলবে!
হোটেল, অবকাশযাপনের রিসোর্সগুলি উন্মুক্ত করা হবে!
ট্যাক্সি চলবে! স্বাস্থ্য বিধিমালা মেনে, এবং একজন যাত্রী বহনের শর্তারোপ করা হয়েছে! আজ ২৩ জুলাই ক্যাবিনেট বৈঠকের পর, ঘোষণা মতে আগামী মঙ্গলবার থেকে ট্যাক্সি চলাচলে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে!
মসজিদ সমুহে নামাজ হবে!
হোম_কেয়ার সেবা উন্মুক্ত!
তাহলে কুয়েত দেশটি এখন পর্যন্ত নিরাপদ