মো: আবদুল কাদের,
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করার দায়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১’শত টাকা অর্থদন্ড করা হয়েছে। একইদিন মেঘনা নদীর রায়পুর অংশের পুরান বেড়ী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ও ১০ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পৃথক ভ্রাম্যমান আদালতে মোট ১৪ হাজার ১’শত টাকা জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী।
এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য- মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সরকারি নির্দেশ অমান্য করে-মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করায় আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
একইদিন মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও জরিমানাও আদায় করা হয়েছে।। জরিমানার অর্থ সরকারি কোষাঘারে জমা দেয়া হয়েছে।