মো: আবদুল কাদের,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নের বাহার (৩৫) নামের এক যুবককে মাদকাসক্ত থেকে বেরিয়ে আসার অঙ্গিকারে নামাজ পড়ার জন্য টুপি, তাজবী, নামাজের মছলা উপহার দিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল।
বুধবার( ২২ জুলাই) ৩টি মাদক মামলার জামিনপ্রাপ্ত আসামী বাহারকে এই উপহার সামগ্রী দেওয়া হয়।
এছাড়াও গেল ১৫ জুলাই চরমোহনা গ্রামের রাব্বি (১৭) নামের এক যুবককে মাদক ছাড়ার শর্তে নগদ টাকা এবং স্কুলের বই পুস্তক কিনে দিয়েছিলেন তিনি।
জানাগেছে মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে যুবক ও বিভিন্ন পেশার মানুষ।মাদকের নেশায় পথভ্রষ্ট হচ্ছে শত শত যুবক।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও থেমে নেই তাদের ব্যবসা।একদিকে মাদক মামলায় গ্রেফতার হয়, অপরদিকে কিছুদিন পর জামিনে বের হয়ে যায়।
ফলে শতভাগ নির্মূল হচ্ছে না মাদক।এতো অভিযান, শত শত মামলা এরপরও মাদকসেবীদের সংখ্যাও দিন দিন বাড়েই চলছে।
মাদক যদি কেউ সেবন না করে তাহলে মাদক বিক্রি অনায়াসে কমে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে রায়পুর থানায় যোগদানের পর থেকে পুলিশ বিভিন্ন কৌশলে মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মতবিনিময় করে চলেছে।
মাদকাসক্তদের সঙ্গে আলোচনা করে কীভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও কাজ করছে পুলিশ। কাউকে বুঝিয়ে, আবার কাউকে নিরাময় কেন্দ্রে পাঠিয়ে মাদকমুক্ত করার চেষ্টা করছে।
অফিসার ইনচার্জ আবদুল জলিল দৈনিক বাংলার অধিকার কে জানান, মাদক গ্রহণ সেবন, বিক্রি বা পরিবহনের কুফল ও শাস্তি সম্পর্কে নানা প্রকার পরামর্শ ও মাদক থেকে বেরিয়ে আসতে মোটিভেশন দিতেই ছেলেটির ভেতর সংশোধন হয়ে যাওয়ার আগ্রহ তাকে সুযোগ দিতে আমায় উদ্বুদ্ধ করেছে।
আমরা মাদকাসক্তদের ঘৃণার চোখে না দেখে তাদেরকে মাদকের কুফল বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কোরআন শিক্ষা,মনন চর্চা,গান আবৃত্তি অভিনয়সহ সংস্কৃতি চর্চার ব্যবস্থা করলে মাদকের করালগ্রাস থেকে মুক্তি পাবে।