স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলার অধিকার।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একঝাঁক তরুন প্রতিভাকে নিয়ে সমাজের অপরাধ প্রবনতা দূরীকরন, মাদক,দূর্নীতি মুক্ত সমাজ বিনির্মান,অসহায় দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যে সাধ্যনুযায়ী সার্বিক সহযোগিতা মূলক কর্মকাণ্ড পরিচালনা করার অধম্য বাসনা নিয়ে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় আত্মপ্রকাশ ঘটলো “কচুয়া মানব কল্যান ঐক্য পরিষদ ”
সংগঠনের প্রধান সমন্বয়ক জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কচুয়ার কৃতিসন্তান জনাব, ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন। সভাপতি মোঃ ইমান হোসাইন এবং মোঃ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে প্রাথমিক ভাবে ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির আত্মপ্রকাশ ঘটলো। এই সংগঠনের প্রাথমিক কয়েকটি কর্মসূচির মধ্যে অন্যতম উপজেলার সকল ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচির আলোকে সবুজ বনায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন,বাল্যবিবাহ রোধে কাজ করন,সমাজের বড় দুর্যোগ মাদক,দূর্নীতি, সন্ত্রাস মূক্ত সমাজ গঠনের অংশ হিসেবে প্রশাসনের পাশাপাশি সামাজিক ভাবে প্রতিরোধ মূলক কাজ করন,গ্রামের অসহায় দরিদ্র, শিক্ষিত বেকার জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর মাধ্যমে সমস্যা দূরীকরণে কাজ করন,বিচার পার্থী অসহায়,দরিদ্র জনগোষ্ঠীকে প্রয়োজনের ক্ষেত্রে আইনি সহায়তা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করন,দরিদ্র মুক্তিযুদ্ধা কিংবা মুক্তি যুদ্ধা পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমস্যা দূরীকরণে সহায়তা করন সহ বেশ কিছু সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।সংগঠনের সভাপতি মোঃ ইমান হোসাইন দৈনিক বাংলার অধিকার কে বলেন ইনশায়াল্লাহ সকল শুভাকাঙ্খী ও সহযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে পর্যায়ক্রমে আমরা আমাদের নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়ন করে যাবো। এছাড়া ও সময়োপযোগী আরো অনেক পদক্ষেপ গ্রহন এবং, বাস্তবায়নের মাধ্যমে একটি মাদক,সন্ত্রাস,দূর্নীতি,দরিদ্রমুক্ত নির্ভেজাল, নিরাপদ কচুয়া গঠনে নিরলসভাবে কাজ করে যাবো আমরা।আমরা এ অরাজনৈতিক সামাজিক সংগঠন কে সঠিকভাবে উপস্হাপন ও সিদ্ধান্ত নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নে কচুয়ার সকল শ্রেনি পেশার লোকজনের অংশগ্রহন মূলক কার্যক্রম ও সার্বিক সহযোগিতা কামনা করছি।কচুয়া উপজেলার অনেকেই এই সঙ্গঠনের অাত্নপ্রকাশে সাধুবাদ জানিয়েছে এবং চালিয়ে যাচ্ছে।