মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
কালের কণ্ঠ শুভসংঘ-দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শুভ উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী।
” এ ভুল কোরো না পাতা-ফুল ছিঁড়ো না, তিলে তিলে গড়ে উঠুক আমাদের এই উদ্যান ” – এই শ্লোগানকে সামনে রেখে কালের কণ্ঠ শুভসংঘ-দিনাজপুর জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
৪ জুলাই, ২০২০ শনিবার বিকেল ৪ টায় সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক রতন কুমার রায়, দৈনিক কালের কন্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, কালের কন্ঠ শুভসংঘ-দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, সহ সভাপতি মোসাদ্দেক হোসেন, সরকারি কলেজ শাখার সভাপতি রশিদুল ইসলাম, জেলা শাখার দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, দিসক শুভ সংঘের ইভেন্ট সম্পাদক হুমায়ুন কবির, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, পরিবেশবিদ মকিদ হায়দার শিপন, সহকারী শিক্ষক শাহানাজ পারভীন সহ অন্যরা।
উল্লেখ্য যে, দিনাজপুর জেলায় ১০টি শাখায় কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা উদ্যোগ গ্রহণ করেছে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচী।
সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮