সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা পরিষদের অর্থায়নে করোনা আইসোলেশন ওয়ার্ড ১০ শয্যাবিশিষ্ট বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুভ উদ্ভোধন করা হয়েছে। করোনা রোগীদের পরিপূর্ণ চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে শুরু হলো হাইপ্রো অক্সিজেন সেবা। উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটি’র সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা। এতে আরো উপস্থিত ছিল, ডাঃ শোহেব ইমতিয়াজ নিলয় সহ অন্যন্য ডাক্তার, নার্স সহ কর্মকর্তাবৃন্দ। ১০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। উল্লেখ্য যে, শিল্পপতি, বিশিষ্ট দানবীর আলহাজ্ব নূরুন নেওয়াজ সেলিম ব্যাক্তিগত অর্থায়নে অত্র হাসপাতালে ৬ টা কেবিনে ৬ টা এসি স্থাপন করেছেন।