সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌরসভাকে ১৪ দিনের ঘোষিত লকডাউনের আজ ১৩ তম দিন। চলমান লকডাউন বাস্তবায়ন’র লক্ষে প্রতিদিনের ন্যায় আজও বাজার মনিটরিং করেন উপজেলা প্রসাশন। করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক না পরায় ও সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলার অপরাধে ৫ জনকে ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (২৪ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট সাজিয়া তাহের’র নেতৃত্বে ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে বিভিন্ন অলি গলিতে মনিটরিং চালিয়ে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের জানান, মাস্ক না পড়ে বাহিরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলার অপরাধে এ জরিমানা আদায় করা হয়। দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ৩৯ ধারায় মোট ৫ জনকে ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, পাশাপাশি উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান। বাজার মনিটরিং পরিচালনা করার সময় এতে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব। মনিটরিং পরিচালনা সময় সহকারি হিসেবে সহযোগিতায় ছিলেন পেশকার বাপ্পীরাজ দাশ ও জারিকারক মোঃ হাবিব।