ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সারের শরীরে ধরলো পোকা, ঝুগড়ি ঘরে অসহয়ত্বের নীল রং : ইউএনও’ র আশ্বাস- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৩, ২০২০ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

খালেকুজ্জামান শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জে দুই বছর ধরে ক্যান্সার আক্রান্ত আবুল বাসার (৬০) একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিযনের মোহাম্মদপুরে ছকিদার বাড়িতে বসবাসকারি ক্যান্সার আক্রান্ত বাসারের কানে পোকা ধরেছে। গত দুই বছর ধরে তিনি এ রোগে ভুগছেন।কর্মহীম অসহায় এ মানুষটি মাঝে মাঝে না খেয়েও থাকেন আর ব্যাথায় প্রতিনিয়ত চিৎকার চেচামেছিতে কাটে তার দিন।
এক দিকে চিকিৎসার নাই টাকা তাই বিনাচিকিৎসায় মৃত্যুপথে। অন্যদিকে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন। যে ঘরের নাই দরজা জানালা। কোনমতে প্লাস্টিকের কাগজ দিয়ে মোড়িয়ে তৈরী করা ঘরে দিন গুলো কাটছে তার। রোদ বৃষ্টি দুই আবহাওয়াকে ভালোবেসেই তার দিনাতিপাত।
এক মাত্র ছেলে আবিদ বিয়ে করে নিজের ভিটিতে বউ বাচ্চা নিয়ে বসবাস করছে। দিনমজুর করে ছলে তার অসহায় জীবন। তাই বাবা আবুল বাসারের ঠাই মিলে পাশের বাড়ির শ্বশুরালয়ে। সেখানে ঝুপড়ি ঘরে কাটছে তার এই কস্টের জীবন। স্ত্রী হনুফাকে নিয়ে ছলে যাচ্ছে তার জীবন।

আবুল বাসারের ভাই আবুল খায়ের জানান, আমরা গরীর খেতেই পাইনা চিকিৎসা কিভাবে করব। মানুষে কিছু দিলে দুই একটা ওষুধ কিনে দেই এতে হয় না।

স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি জানি সে ক্যান্সার আক্রান্ত। কিন্তু কোথ্থেকে টাকা দিবে পান্ডডে টাকা নেই।

এদিকে ক্যান্সারে আক্রান্ত আবুল বাসারে বিষয়ে বিস্তারিত জেনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, আমি খোঁজ নিয়েছি তার চিকিৎসার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য দেয়ার ব্যবস্থা করব। পাশাপাশি তার ঘরও করে দেয়ার চিন্তা করছি।

এদিকে ইউএনও’ র আশ্বাস পেয়ে গ্রামবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা স্থানীয় সংসদ সদস্য মেজর( অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের দৃষ্টি কামনা করেছে।

Don`t copy text!