বাসুদেব দাশ সাতক্ষীরা জেলা, প্রতিনিধি:- সাতক্ষীরার জেলার, তালা উপজেলার, পাটকেলঘাটা থানা সদরের প্রধান বাণিজ্যিক বাজার পাটকেলঘাটার রাস্তা। সেই প্রধান বাণিজ্যিক বাজারের রাস্তা দিয়ে মালবাহী যানবহন সহ জনসাধারণের চলাচলের উপযোগী করতে সংস্কারে কাজে রাতের আঁধারে নিয়োজিত পাটকেলঘাটা তদন্ত ওসি জিল্লাল হোসেন। প্রথম বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের সকল রাস্তার অবস্থা এখন ভগ্নদশা। যা এখন প্রতিদিনকার দৈনিক আঞ্চলিক পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন ভিত্তিক নিউজ পস্টালসহ বিভিন্ন মিডিয়ায় পত্র- পত্রিকায় প্রকাশ হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের খবর নেই। আজ ২২/০৬/২০২০ তারিখ সোমবার রাত ১০ টার দিকে বড় একটি হাতুড়ি নিয়ে রাতের অাঁধারে বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের রাস্তা সংস্কারে নেমে পড়েছেন পাটকেলঘাটা থানার সম্মানিত ওসি তদন্ত জিল্লাল হোসেন। সাতক্ষীরা-খুলনা হাইওয়ে থেকে বাদ দেওয়া শক্তপিচের বড় বড় জমাট বাধা খণ্ডগুলি নিয়ে যেয়ে ভাঙ্গা সড়কে উপরে দিয়ে নিজের হাতে হাতুড়ি পিটা করে পণ্যবাহী যানবাহন সহ জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলছেন। ক্যামেরায় ছবি তুলতেই তিনি বলেন, কি করবো বলেন দ্রুত পাটকেলঘাটা থানার কোন সাধারণ জনগণের সেবার কাজে বের হলেও ভাঙ্গা রাস্তার কারনে গন্তব্যে যেতে ভোগান্তী পোহাতে হয়। তাই বাধ্য হয়ে নিজের হাতে সংস্কার করছি।