ঢাকাসোমবার , ২২ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া করোনা পরিস্থিতি ঠেকাতে ভ্রাম্যমান আদালতে জরিমানা – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
জুন ২২, ২০২০ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌরসভাকে ১৪ দিনের ঘোষিত লকডাউনের আজ ১১ তম দিন। চলমান লকডাউন বাস্তবায়ন’র লক্ষে প্রতিদিনের ন্যায় আজও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রসাশন। করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক না পরায় ও সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলার অপরাধে ৫ জনকে ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট সাজিয়া তাহের’র নেতৃত্বে ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে বিভিন্ন অলি গলিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের জানান, মাস্ক না পড়ে বাহিরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলার অপরাধে এ জরিমানা আদায় করা হয়। দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫ জনকে ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, পাশাপাশি উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় এতে সহকারি হিসেবে সহযোগিতায় ছিলেন পেশকার বাপ্পীরাজ দাশ ও জারিকারক মোঃ হাবিব।

Don`t copy text!