মোঃ মিজানুর রহমান (ডোফুরা),দিনাজপুর ব্যুরো প্রধান : বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সদস্য ও বৃহত্তর দিনাজপুরের আঞ্চলিক তত্বাবধায়ক হিসেবে সাংবাদিক মোঃ মিজানুর রহমান ডোফুরা’র দায়িত্বের মেয়াদ কাল কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ শে ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ জুন, ২০২০ রোববার ” বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ” এর সভাপতি হানিফ খান এর স্বাক্ষরিত প্রেরিত পত্রে অফিস আদেশ হিসেবে সাংবাদিক মো. মিজানুর রহমান (ডোফুরা) কে উপরোক্ত দায়িত্বের মেয়াদ কাল জানানো হয়। দিনাজপুরের সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ডোফুরা) কে ৭ মে, ২০১৮ সোমবার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ সদস্য পদে ২০১৮ – ২০১৯ মেয়াদের জন্য অনুমোদন এবং একই সাথে সংগঠন সার্বিক তদারকির জন্য ” আঞ্চলিক তত্ত্বাবধায়ক, বৃহত্তর দিনাজপুর অঞ্চল ” পদে ২০১৮ – ২০১৯ মেয়াদের জন্য দায়িত্ব প্রদান করেন। ৭ এপ্রিল, ২০১৮ শনিবার বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট – এর জীবন সদস্যপদে কেন্দ্রীয় কমিটি জীবন সদস্য পদ অনুমোদনপত্রও প্রদান করেন। উল্লেখ্য, তিনি দিনাজপুর বিরল উপজেলার বিরল প্রেস ক্লাবের ইতিপূর্বে সাধারণ-সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি জেলা প্রতিনিধি -বার্তা সংস্থা ” ইকোনমিক নিউজ সার্ভিস (ই এন এস) ” এবং বিভিন্ন পত্র-পত্রিকায় (সাপ্তাহিক ঐতিহ্যধারা – ঢাকা, দৈনিক যুগের আলো – রংপুর, সাপ্তাহিক গণ বিপ্লব – টাঙ্গাইল, দৈনিক তিস্তা – দিনাজপুর, দৈনিক উত্তর বাংলা – দিনাজপুর, দৈনিক জনমত – দিনাজপুর, সাপ্তাহিক ফলোআপ – দিনাজপুর, সাপ্তাহিক চেহেলগাজী – দিনাজপুর।) কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অনলাইন টিভি ” কিশোর ভাবনা টেলিভিশন ” এ দিনাজপুর জেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল এবং জাতীয় পত্রিকা দৈনিক গণজাগরণ-এ স্টাফ রিপোর্টার, ঢাকার পাক্ষিক পত্রিকা কৃষি বিপ্লব-এ জেলা প্রতিনিধি, স্থানীয় পত্রিকা দৈনিক আজকের প্রতিভা’য় স্টাফ রিপোর্টার এবং দিনাজপুরের সাপ্তাহিক পত্রিকা দিনাজপুর এক্সপ্রেস-এ ব্যবস্থাপনা-সম্পাদক হিসেবে কর্মরত।