ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

অনুভূতি *******

প্রতিবেদক
admin
জুন ১৮, ২০২০ ৫:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আমি চাই জীবনে এমন একজন আসুক যে আমাকে আমার থেকেও আমাকে বেশি চিনবে… আমার চুপ করে থাকার অর্থ বুঝে নিবে… পাশে থাকবে !!

আমি চাই এমন একজন আসুক যে আয়না দেখে আমার জন্য সাজবে… শাড়ি পরবে, চোখে কাজল টানবে, ঠোঁটে লিপস্টিক দিবে, গুনগুনিয়ে গান গাবে, হাতে রেশমি কাঁচের চুড়ি পরবে, একটুপর পর আয়না দেখবে সব কিছু ঠিক আছে কিনা !!

আমি চাই এমন একজন আসুক যে আমাকে নিয়ে গভীর রাতে লুকিয়ে লুকিয়ে চিঠি লিখবে… যে চিঠিতে থাকবে না কোনো হতাশা, দুঃখ কিংবা বেদনা… শুধুই থাকবে ভালোবাসার কথা, থাকবে আবেগ, অনুভূতি ও আশার বাণী !!

আমি চাই এমন একজন আসুক যে আমাকে নিয়ে আমার জন্য সবার সাথে লড়ে যাবে… যত বাধাই আসুক না কেনো কখনো হাত ছেড়ে দিবে না, বরং হাত শক্ত করে ধরে বলবে, ভয় নেই আমি আছি… সব সময় থাকবো !!

আমি চাই এমন একজন আসুক যে আমার পকেটের মানিব্যাগের দিকে নজর না দিয়ে আমার মনের অবস্থার দিকে নজর দিবে… দামী ফাস্টফুডে কিংবা দামী শপিংমলে নয়, বরং আমাকে নিয়ে ফুটপাতে চা কিংবা কয়েক টাকার বাদাম খেয়েই বেজায় খুশি হবে !!

আমি চাই এমন একজন আসুক যে আমার ফোনের ওয়েটিং পেলে কখনো সন্দেহ কিংবা অবিশ্বাস করবে না, বরং অপেক্ষা করতে থাকবে আমার ফোনের জন্য !!

আমি চাই এমন একজন আসুক যে আমাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং শত ব্যস্ততা থাকার পরও একটু হলেও আমার খোঁজ নিবে… আমি জানি ভালোবাসার ডিকশনারিতে ব্যস্ততা বলে কিছু নাই !!

আমি চাই এমন একজন আসুক যে আমার একটু বেখেয়াল হলেই রাগ করবে, গাল ফুলিয়ে অভিমান করবে… আবার রাগ অভিমান শেষ হলে গলায় ঝুলে আহ্লাদ করবে, ভালোবাসবে !!

আমি চাই এমন একজন আসুক যে আমাকে ভালোবেসে শাসন করবে… আমার কোনো ভুলত্রুটি হলে রাগারাগি কিংবা ঝগড়া করে আমাকে ছেড়ে যাবে না, বরং ভালোবেসে আমার ভুলগুলো ধরিয়ে দিবে !!

আমি চাই এমন একজন আসুক যে আমাকে পেয়ে দ্বিতীয় কারোর প্রতি আকৃষ্ট হবে না… অন্য কারোর গল্প তাকে স্পর্শ করবে না… একসাথে পথ চলতে চলতে নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবতী মনে করবে—

রকি চন্দ্র সাহা

Don`t copy text!