ঢাকাবুধবার , ১৭ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
জুন ১৭, ২০২০ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি :- ময়মনসিংহের নান্দাইলে একটি রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেছে এলাকাবাসী ।

সরজমিনে দেখা যায়, উপজেলার জাহাঙ্গীরপুর ইউ পির বটতলা থেকে -সিডষ্টোর বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু হয় ২০১৮ সালের অর্থ বছরে,সেই অর্থ বছরে কাজ শেষ করার কথাছিল।

বিভিন্ন কারণে একাধিকবার সময় বৃদ্ধি করে, গতকাল থেকে কার্পেটিং শুরু করেছে ঠিকাদার কর্তৃপক্ষ।

কার্পেটিং এর গুনগত মান খুবই দূর্বল হওয়ায়। স্থানীয় লোকজন কাজে বাঁধাদেয়। ফলে ঠিকাদারের লোকজনের সাথে উচ্চ বাক্য বিনিময় হয়। একপর্যায়ে কাজ বন্ধ করে তারা চলে যায়।

এসব বিষয়ে ঠিকাদার মাহমুদুল হাসান সজীব জানান, ২০১৮ সালে ৭৬ লাখ বরাদ্দে রাস্তাটি নির্মাণে কার্যাদেশ পাই। পরবর্তীতে ছোট ভাইয়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন ভারতে অবস্থান করায় কাজ শেষ করতে বিলম্ব হয়।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে অনিয়মের বিষয় অস্বীকার করে জানান, নান্দাইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নির্দেশনা মোতাবেক কাজ করছি।

কাজের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান,প্রাইমকোট করার পর বৃষ্টি হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। ঠিকাদারকে আবার করতে বলেছি। অনিয়মের বিষয়টি অস্বীকার করেন।
এলাকাবাসীর পক্ষে আঃ লতিফ, মোফাজ্জল, মাহফুজ, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর দায়িত্ব অবহেলার কারণে শুরু থেকে রাস্তাটি নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে।



রাস্তার পুরাতন কার্পেটিং তোলে নতুন সুরকি ব্যবহার করার কথাছিল, তা করা হয়নি, কিছু কিছু যায়গায় সমান্য কিছু সুরকি দেওয়া হলেও, সুরকি গুলো ছিল খুই নিন্ম মানের। খুব ভালো ভাবে পরিষ্কার করে কার্পেটিং করার কথা থাকলেও, ময়লার উপরে কার্পেটিং করা হচ্ছে ফলে ৫-৭ ঘন্টা পরেও সামন্য কিছুর ইশারায় কার্পিটিং উঠে যাচ্ছে। চব্বিশ ঘণ্টা পূর্বে প্রাইমকোড করার কথা থাকলেও ১০ দিন পূর্বে করা বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া প্রাইমকোটের উপর কার্পেটিং করা হচ্ছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

জেলা নির্বাহী প্রকৌশলী নূর হোসাইন জানান, করোনা সমস্যার কারণে সব সাইডে যেতে পারছিনা। কোন অনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!