ঢাকাবুধবার , ১৭ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
জুন ১৭, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাওলানা মোঃ সাইফুল্লাহ বিন আব্দুর রহিম (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোঃ সাইফুল্লাহ গলাচিপার এন.জেড আলিম মাদ্রাসার শিক্ষক ও পৌর শহরের মদিনা কসমেটিকস দোকানের মালিক। বুধবার বেলা সাড়ে ১২টায় করোনা নির্দেশনা অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন ও অভিযাত্রিক ফাউন্ডেশন এর সহযোগিতায় তার লাশ উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং রাত ১১টায় মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ এবং কোভিড-১৯ নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে।

Don`t copy text!