সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌরসভায় করোনা ভাইরাসের আক্রান্ত হার বৃদ্ধি পাওয়াতে গত ১২ জুন থেকে উপজেলা ও পৌর প্রসাশন পৌরসভাকে ১৪ দিনের লকডাউনের ঘোষনা করেন। আজ তার ৫ম দিন চলাকালীন সময়ে পৌরসভার অন্তর্গত মির্জাবাজার চেকপয়েন্ট, সুভেধারী চেকপয়েন্ট, কলেজ রোড চেকপয়েন্ট, কালভার্ট চেকপয়েন্ট, রেজুমিয়া চেকপয়েন্ট এবং জমদ্দার বাজারে জিরো পয়েন্টে উপস্থিত হয়ে কঠোরভাবে মনিটরিং করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। মঙ্গলবার (১৬ জুন) কঠোর মনিটরিং চলাকালীন সময় ভ্রাম্যমাণ পথচারীদের মাঝে মাক্স বিতরন ও সচেতনতামুলক উপদেশ প্রদান করেন। এসময় চেকপয়েন্টে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের উদ্দ্যেশে সোহেল চৌধুরী বলেন, কোন সাধারন জনগন যেন স্বেচ্ছাসেবক দ্বারা হয়রানি স্বীকার না হয় সেদিকে নজর রেখে কাজ করে যেতে হবে। যদি সাধারণ জনগন কোনধরনের হয়রানি স্বীকার হয় সেচ্ছাসেবক দ্বারা, তাহলে দোষীদের কে চিহ্নিত করে প্রশাসন কিংবা আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিতে বাধ্য হবো। পাশাপাশি সাধারণ জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।