ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১২৯ জনের করোনা সনাক্ত, জুনেই আক্রান্ত ৩১ ভাগ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ১৫, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমন। প্রথম দিকে করোনা সনাক্তের যে হার ছিলো মে মাসের শেষ দিকে এসে তার গতি বেড়ে গেছে। জুনে এ মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। এপর্যন্ত রাজশাহীতে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১২৯ জন। এর মধ্যে শুধুমাত্র জুন মাসের গত ১৪ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০জন। অর্থাৎ জুনের ১৪ দিনেই ৩১ শতাংশ করোনা রোগী চিহ্নিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে প্রথম করোনা পরীক্ষার ল্যাব চালু হয় ১ এপ্রিল। প্রথম ১১দিনে এখানে কোন করোনা রোগী সনাক্ত হয়নি। প্রথম রোগী সনাক্ত হয় ল্যাব স্থাপনের ১২ দিনের মাথায়। ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোন রোগী সনাক্ত হয়। এর পর কয়েকদিনেও রোগী সনাক্তের হার ছিলো খুবই কম। মে মাসের শেষ নাগাদ এ সংখ্যা দাঁড়ায় ৮৯জনে। কিন্তু জুনের শুরু থেকেই রোগী বৃদ্ধির হার বেড়ে গেছে। রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রাজশাহী জেলায় গত ১৩ জুন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১২৪ জন। আর গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে আরো ৫জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। অর্থাৎ রাজশাহীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৯জন। এর মধ্যে শেষ ১৪দিনে বেড়েছে ৪০ জন। ১০ ও ১২ জুন সনাক্ত হয় ৮ জন করে ১৬ জন। এছাড়াও ৮ জুন ৯জন। ৬ জুন এক জন। ৪জুন ৬ জন এবং ২জুন রাজশাহীর ৩ জন করোনা রোগী সনাক্ত হয়। এদিকে, একের পর এক রোগী সনাক্ত হওয়ার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনও তৎপরতা বাড়িয়েছে। মাস্ক পরতে বাধ্য করা, সামাজিক দূরত্ব মানানো এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রতিদিনই অভিযান চালাচ্ছে। জরিমানা আদায় করছে। তবে এর পরও সাধারণ মানুষের সচেতনতা বাড়ছে না বরং কমছেই।

Don`t copy text!