ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পালিত হলো বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ রবিবার(১৪ জুন)সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পার্টির মুন্সীগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ভাষা শহীদ থেকে মুক্তিযুদ্ধের শহীদ, গত ৪৯ বছরে দেশের গণতান্ত্রিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং এই সময়কালে করোনা মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের পুরাতন কাচরীস্থ মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সীগঞ্জ জেলা সম্পাদক শেখ মোঃ শিমুল এর নেতৃত্বে এসময় জাহাঙ্গীর হোসেন, গোবিন্দ মন্ডল, মিরাজ, মোঃ রিয়াজ, সজিবসহ পার্টির শ্রমিক, ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পরে শহরের বঙ্গবন্ধু সড়কের মাঠপাড়া এলাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সীগঞ্জ জেলা সম্পাদক শেখ মোঃ শিমুল এর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় শহীদদের ও করোনায় মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।