সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় আইনকে বৃদ্ধা আঙ্গুঁলি দেখিয়ে জোরপূর্বক জায়গা দখল করাকে কেন্দ্র করে মারামারিতে গুরুতর আহত ২ জন সহ মোট ৪ জন আহত ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুন) সকাল ৯ ঘটিকায় ছাগলনাইয়া পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড, উত্তর বাথানিয়া মদন কাজী বাড়িতে। এই ব্যাপারে নিজাম উদ্দিন (৪০) বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে সহ অজ্ঞাত নামা ২/৩ নামে আসামী করে ছাগলনাইয়া থানায় অভিযোগ দাখিল করেন। জানাগেছে একই বাড়ির বাসিন্দা পুর্ব শত্রুতার জের ধরে আসামী জাফর আহম্মদ(৪৫), আবদুর রহিম (৫০), মোঃ ফয়সাল (১৮), মোঃ জুয়েল (১৮), হাজেরা বেগম (৬৫) পারভীন বেগম (৩৮), রত্না বেগম (৪০), অজ্ঞাত ২/৩ জন উপরিউল্লেখিত আসামীগন সংঘটিত হয়ে দামা, কিরিচ, লোহার রড়, লাঠিসোটা নিয়ে বিজ্ঞ আদালতে চলমান মামলাকে (পিটিশন মামলা নং- ১৪৩/২০২০) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতকে বৃদ্ধা আঙ্গুঁলি দেখিয়ে জোরপূর্বক তফসিল ভুক্ত জায়গা দখল করে টিনসেট ঘর নির্মান শুরু করতে থাকে। এমতাবস্থায় বাদী নিজাম উদ্দিন বলেন, আমি বাধাঁ দিতে আসায় মাত্রই আসামীগন পূর্বপরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্য ধামা কিরিচ দিয়ে কোপাতে থাকে, তখন আমার স্ত্রী নাছরিন আক্তার সুমি বাঁচাতে এগিয়ে আসলে তাকেও শ্লীলতাহানি সহ পিঠে, বুকে বেদম প্রহার করে জখম ফুলা করে এবং তার গলায় দশ আনা ওজনের স্বর্নের চেইনটি চিনিয়ে নিয়ে যায়, যার বর্তমান বাজার মুল্য ত্রিশ হাজার টাকা। এক পর্যায়ে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। বাদী নিজাম উদ্দিন আরো জানায়, আসামীগন অনৈতিক ভাবে আমার বসতভিটায় অনধিকার প্রবেশ করিয়া আমার পরিবারের নাছরিন আক্তার সুমি, আনোয়ার হোসেন, আবদুল মোমিন, রবিউল হক, আরিফুল ইসলাম সহ আরো অনেকে মেরে হাতে, পায়ে, বুকে, পিঠে, মাথায় আঘাত করে জখম ফুলা করে এবং আমার বসতভিটায় টিনসেট ঘরটি কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। নিজাম উদ্দিনকে গুরুতর অবস্থায় স্থানিয়দের সহায়তা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরি বিভাগ থেকে চিকিৎসা প্রদান করা হয়। যার রেজি নং- ৬৫৩/১. বাদী নিজাম উদ্দিন আরো জানান, আসামীগন প্রকাশ্য বলতে থাকে যেকোন মুল্য তফসিল ভুক্ত জায়গা ঘর নির্মান করবোই করব, প্রয়োজনে আমাকে সহ আমার পরিবারের সকলকে বাড়ি থেকে উচ্ছেদ সহ প্রান নাশের হুমকি প্রদান করে। আসামীগনের প্রকাশ্য হুমকিতে আমি ও আমাদের পরিবারের সকল সদস্যরা জীবনের নিরাপত্তা নিয়ে দিনযাপন করতেছি। আমি (বাদী নিজাম উদ্দিন) থানা প্রসাশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করে আসামীদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।