সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ সারা বিশ্বে করোনা ভাইরাসে কোভিড ১৯ এর মোকাবেলায় সারা বিশ্ব এখন দিশেহারা। তারমধ্যই এই ভাইরাসের প্রতিরোধে নতুন ভ্যাকসিন বানাতে তৎপর গবেষকরা। এখনও এই ভাইরাসের ভ্যাকসিন কিংবা কোন ঔষুধ আজও পর্যন্ত নেই বললেই চলে। এরমধ্যই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মানবিক উদ্যােগে এগিয়ে এসেছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তাদের মানবিক উদ্যােগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য আইসোলেশন বেড ও আক্রান্ত রোগীদের কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ের সরঞ্জামাদি প্রস্তুত রাখার মহতি উদ্যোগ গ্রহন করেন। এই মহতি উদ্যোগ গ্রহন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীকে ছাগলনাইয়া পৌরসভার পক্ষ থেকে মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম. মোস্তফার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।