মোঃ ইমান হোসাইন, স্টাফ রিপোর্টার চাঁদপুর: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১১ নং গোহট দঃ ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর গ্রামের কৃতি সন্তান, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহাবুব আলম গত ০৮/০৬/২০২০ ইং তারিখের এক সরকারি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। মাহবুব আলম ইতিপূর্বে বান্দরবন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি লাভ করেন , ওখানে যোগদানের আগেই তিনি বর্তমান পদোন্নতি লাভ করেন। মাহবুব আলম চাকরী জীবনের শুরু থেকেই অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন। তিনি ইতিপূর্বে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড, হোমনা উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এবং দাউদকান্দি, কক্সবাজার জেলার লোহাগড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত সুনামের সহিত ওনার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।একজন বিচক্ষণ, কর্মঠ, নির্লোভী ও সৎ কর্মকর্তা হিসেবে মাহবুব আলম প্রশাসনের তথা ওনার কর্মক্ষেত্রের সকলের নিকট সুপরিচিত।
মাহবুব আলম দেশের এই ক্লান্তিলগ্নে বিশেষ করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়িত হয়ে যারপরনাই খুশি। তিনি দৈনিক বাংলার অধিকারের সাথে বলেন যে,দেশ যখন করোনা ভাইরাস অাতঙ্কে নাকাল হয়ে আছে ঠিক এই সময়ে তাঁকে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেওয়ায় ফলে তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানান,তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব অতীতের ন্যায় সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন বলে আশ্বস্ত করেন। করোনা কালিন সময়ে তিনি দেশের মানুষের নিরাপদ স্বাস্থ্যের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি অনেক আনন্দিত। তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য তিনি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ও দেশবাসীর নিকট সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন।